Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বিশেষ ঘোষণা
Details

মাইকিং

একটি বিশেষ ঘোষণা-একটি বিশেষ ঘোষণা

এতদ্বারা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,মিটারের চুক্তিবদ্ধ লোডের অতিরিক্ত লোড ব্যবহার করলে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হতে পারে। এছাড়াও বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের নির্দেশনা অনুযায়ী,কোন গ্রাহকের চুক্তিবদ্ধ লোড হতে তার মিটারের রেকর্ডকৃত লোড বেশি হলে চুক্তিবদ্ধ লোডের অতিরিক্ত লোড ব্যবহারের জন্য দ্বিগুন হারে ডিমান্ড চার্জ প্রযোজ্য হবে।

এমতাবস্থায় বৈদ্যুতিক যন্ত্রপাতির সুরক্ষা এবং জরিমানা এড়াতে চুক্তিবদ্ধ লোডের অতিরিক্ত লোড ব্যবহার থাকলে অনতিবিলম্বে সংশ্লিষ্ট অফিসে গিয়ে লোড বৃদ্ধি করার জন্য অনুরোধ করা হল।

 

একটি বিশেষ ঘোষণা,একটি বিশেষ ঘোষণা

“শেখ হাসিনার উদ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ”

০১। এতদ্বারা গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, এর সন্মানিত গ্রাহকগনকে জানানো যাচ্ছে যে,বিদ্যুৎ বিল বকেয়াধারী গ্রাহকদের সংযোগ মোবাইল টিমের মাধ্যেমে বিচ্ছিন্ন করন অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্ন এড়াতে অনতিবিলম্বে যাবতীয় বকেয়া বিল পরিশোধ করার জন্য অনুরোধ করা হল।

০২। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, এর সন্মানিত গ্রাহকগনকে আরো জানানো যাচ্ছে যে,যদি কারো বাড়ীতে বিদ্যুৎ সংযোগ না থাকে অথবা কারো বাড়ীতে বৈদ্যুতিক লাইন নির্মান হয়ে আছে কিন্তু তা এখনও চালু হয়নাই এরকম লাইন থাকলে অফিসকে জানানোর জন্য অনুরোধ করা হল। অফিস কতৃক সংযোগ প্রদানের জন্য জরুরী ব্যবস্থা গ্রহন করা হবে।

   পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সম্মানিত গ্রাহকগনের সহযোগিতা একান্ত কাম্য।

 

                                                                   অনুরোধ ক্রমে

                                                                   কর্তৃপক্ষ

                                                                       গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১

                                             

Publish Date
11/02/2021
Archieve Date
31/12/2021