Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে জনগণের করণীয়
Details

“মুজিব বর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ” উপলক্ষ্যে বৈদ্যুতিক দূর্ঘটনা হতে নিজেকে রক্ষা করার স্বার্থে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করা অত্যাবশ্যক। 

নিরাপদ বিদ্যুৎ ব্যবহারে জনগণের করণীয়

০১। বিদ্যুৎ পরিবাহী তার, খুঁটি অথবা টানা তারে কখনো হাত দিবেন না। এতে যে কোন সময় বিপদ হতে পারে।
০২। কৌতুহল বশতঃ কোন বিদ্যুৎ পরিবাহী তারের উপর রশি অথবা এ জাতীয় কোন কিছু ছুঁড়ে মারবেন না, কাপড় শুকাতে দিবেন না, কারণ তারের বিদ্যুতের সংস্পর্শে আপনার বা অন্য কেহর মৃত্যু ঘটতে পারে।
০৩। বিদ্যুৎ কর্মীরা যখন সরবরাহ লাইন তৈরী অথবা মেরামতের কাজ করতে থাকে তখন তাদের নিকট হতে দূরে থাকুন এবং ছোট ছেলে-মেয়েদের দূরে থাকতে বাধ্য করুন। লাইন মেরামত না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পাবার ব্যাপারে ধৈর্য্য ধরে কর্তৃপক্ষকে সহযোগিতা করুন।
০৪। বাড়িতে বিদ্যুৎ ব্যবহারকারীদের প্রয়োজন ব্যতিত কখনও মেইন সুইচ অথবা মেইন সুইচ হতে মাটিতে প্রবেশকারী (গ্রাউন্ডিং) তারে হাত দিবেন না।
০৫। ছোট ছেলে-মেয়েদেরকে সুইচ,হোল্ডার অথবা বৈদ্যুতিক যন্ত্রপাতিতে হাত দিতে দিবেন না।
০৬। ভিজা হাতে কখনো সুইচে হাত দিবেন না, সকেট পয়েন্টের ভিতর কোন তার বা আলপিন ঢুকাবেন না।
০৭। সুইচ অন করা অবস্থায় কখনো হোল্ডার হতে বাল্ব খোলার চেষ্টা করবেন না।
০৮। মেইন সুইচ বন্ধ করুন,জ্বলে যাওয়া ফিউজের তার বদলিয়ে দিন। আপনার দ্বারা ঠিক করা সম্ভব না হলে সমিতি কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে খবর দিন এবং ত্রæটি ঠিক করে নিন।
০৯। বিদ্যুৎ প্রবাহিত তার বিচ্ছিন্ন অবস্থায় দেখলে কখনো তা স্পর্শ করবেন না এবং অন্যকে স্পর্শ করতে দিবেন না । বিচ্ছিন্ন তার দেখার সঙ্গে সঙ্গে অফিসকে জানান এবং যতক্ষণ অফিসের লোক মেরামতের জন্য সেখানে না পৌঁছে ততক্ষণ পাহারার ব্যবস্থা করুন।
১০। বৈদ্যুতিক দুর্ঘটনাজনিত কোন অগ্নিকান্ডে কখনো পানি দিবেন না। প্রথমে মেইন সুইচ অফ করুন এবং অগ্নি সংযোজিত স্থানে বালি ছড়িয়ে দিন।
১১। কাঠের খুঁটির পাশে শুকনা কচুরীপানাতে অথবা খড়ে আগুন জ্বালাবেন না। তাতে অগ্নি সংযোগ হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
১২। বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্থ হতে পারে এমনভাবে বৈদ্যুতিক লাইনের নিচে বসতবাড়ী বা অন্য কিছু স্থাপন করবেন না। বৈদ্যুতিক লাইনের নিচে/পার্শ্বে লোহা জাতীয় দন্ড বা কাঁচা/ভিজা বাঁশ/কাঠ দিয়ে কোন কাজ করবেন না। 
১৩। বিদ্যুৎ বিতরন লাইনে কোন গাছ/গাছেরডাল/বাঁশ যাতে স্পর্শ না করে সেদিকে লক্ষ্য রাখুন এবং দেখামাত্র অফিসকে জানান। অন্যথায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।
১৪। বৈদ্যুতিক তারের পাশে কখনো ঘুড়ি উড়াবেন না এবং কাউকে ঘুড়ি উড়াতে দিবেন না।
১৫। আপনার সংযোগ থেকে পার্শ্ববর্তী অন্য কাউকে সংযোগ দিবেন না। বিদ্যুৎ পুনঃবিক্রি আইনতঃ দন্ডনীয় অপরাধ।
১৬। এক ঘর থেকে অন্য ঘরে/উঠানে বিদ্যুৎ ব্যবহারের প্রয়োজন হলে মোটা তারের মাধ্যমে নিন। এ কাজের জন্য ইলেকট্রিশিয়ানের সহযোগিতা নিন। চিকন তার সর্বদাই পরিহার করুন। কারণ যে কোন সময় দূর্ঘটনা ঘটে অকল্পনীয় ক্ষতি হতে পারে।
১৭। বিদ্যুৎ চুরি বন্ধ করুন। ইহা শাস্তিযোগ্য অপরাধ। বিদ্যুৎ চোরকে ধরিয়ে দিন।
১৮। সমিতি কর্তৃপক্ষকে অবহিত না করে আপনার সংযোগে অতিরিক্ত লোড সংযোজন করবেন না।
১৯। সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। সমিতির উন্নয়নে সহযোগিতা করুন।
২০। বিদ্যুৎ অপচয় রোধকল্পে সর্বদা সজাগ থাকুন।

         “পল্লী বিদ্যুতায়ণ কার্যক্রমে আপনার সহযোগীতা একান্ত কাম্য”

অনুরোধক্রমে-
সিনিয়র জেনারেল ম্যানেজার
গাজীপুর পবিস-১

Images
Attachments
Publish Date
06/02/2020
Archieve Date
31/12/2020