শিরোনাম
সদর দপ্তর অফিসের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য ০৫/১২/২০২০ এবং ০৬/১২/২০২০ তারিখের বিদ্যুত বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি
বিস্তারিত
সম্মানিত গ্রাহক গনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অত্র পবিসের সদর দপ্তর অফিসের জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য জয়দেবপুর গ্রীডের চৌরাস্তা সাবস্টেশনের ধীরাশ্রম এবং দাক্ষিনখান ফিডারে (চান্দনা,নলজানী,গ্রেট ওয়াল সিটি,ওয়ারলেস গেইট, বরকত সরণি, পালের মাঠ এলাকায়) আগামী ০৫/১২/২০২০ এবং ০৬/১২/২০২০ তারিখ সকাল ৭ঃ০০ ঘটিকা থেকে বিকাল ০৩ঃ০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুত সরবরাহ বন্ধ থাকিবে।***** সাময়িক অসুবিধার জন্য গাজীপুর পবিস-১ কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত।