সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূবাইল অফিসের আওতায় নারায়ণকুল, বিন্দান, হারবাইদ, নাগরি, উলুখোলা এলাকায় আগামীকাল (০৫/০৩/২০২২) তারিখ রোজ শনিবার হাইওয়ে সম্প্রসারণ কাজে ঠিকাদার কর্তৃক বৈদ্যুতিক লাইন স্থানান্তর/আপগ্রেডেশন কাজের জন্য সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও মীরেরবাজার, করমতলা,মাজুখান,তালুটিয়া, কুদাব, চামুড্ডা, মেঘডুবি, ভাদুন, পূবাইল বাজার, বড়কয়ের, ছোটকয়ের, খিলগাঁও,বসুগাঁ,কলেজ গেট,নৈইবাড়ি এলাকায় সকাল ৮ টা হতে একঘন্টা এবং বিকাল ৪টা হতে একঘন্টা বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখীত।
( সংবাদ টি অধিক প্রচারের জন্য অনুরোধ করা হলো)
প্রচারে--
পূবাইল জোনাল অফিস,
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস